স্বকাল শিশুসাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য আসর গত রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক–সাংবাদিক ও কবি রাশেদ রউফ। অতিথি ছিলেন ভারত থেকে আগত সাহিত্যিক কবি রফিক–উল ইসলাম ও শিশুসাহিত্যিক অবশেষ দাস।
দুই অতিথি বলেন, চট্টগ্রাম অপূর্ব এক পরিচ্ছন্ন শহর। এ শহরের মতো এখানকার সাহিত্যও সুন্দর ও চমৎকার। এখানে যে সাহিত্যচর্চা হয় তা পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের আগ্রহের বিষয় হয়ে যায়। চট্টগ্রামসহ বাংলাদেশের সাহিত্য বিশেষ করে শিশুসাহিত্য অনেক অনেক সমৃদ্ধ। চিরায়ত সাহিত্য রচনার জন্য বর্তমান শিশুসাহিত্যিকদের নিরলস পরিশ্রম করতে হবে। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক নাসের রহমান, কবি জিন্নাহ চৌধুরী। পঠিত লেখার উপর মিঠেকড়া আলোচনা করেন শিশুসাহিত্যিক আজিজ রাহমান।
স্বাগত বক্তব্য দেন গল্পকার ইফতেখার মারুফ। কবি আবুল কালাম বেলালের কিশোরকাব্য ‘সাতসকালের পাখি’র উপর আলোচনা করেন শিশুসাহিত্যিক ইসমাইল জসীম। সাহিত্য আসরে স্বরচিত ছড়াগান পরিবেশন করেন সংগীত শিল্পী অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। দুই অতিথির জীবনকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন প্রাবন্ধিক–গীতিকার, অধ্যাপক বাসুদেব খাস্তগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বকালের পরিচালক কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল।
সাহিত্য আসরে কথামালা, গল্প–ছড়া–কবিতা পাঠে অংশ নেন ছড়াকার সিতাংশু কর, মিজানুর রহমান শামীম, আনোয়ারুল হক নূরী, আবুল কালাম বেলাল, নিশাত হাসিনা শিরিন, অপু বড়ুয়া, শামীম ফাতেমা মুন্নী, আখতারুল ইসলাম, লিটন কুমার চৌধুরী, সোহেল মাহরুফ, প্রদ্যোত কুমার বড়ুয়া, রহমান রনি, সুবর্ণা দাশ মুনমুন, শিপ্রা দাশ, নূর নাহার নিপা, সোমা মুৎসুদ্দী, লিপি বড়ুয়া, সালাম সৌরভ, রাসু বড়ুয়া, কানিজ ফাতেমা, শিরিন আফরোজ, বনশ্রী বড়ুয়া, জোনাকী দত্ত, আনোয়ারুল করিম, তসলিম খাঁ, নান্টু বড়ুয়া, শেলীনা আকতার খানম, গৌতম কানুনগো, খালেছা খানম, অনার্য আমিন, স্মরণিকা চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, রায়হানা হাসিব, পরেশ কান্তি বিশ্বাস, কানিজ ফাতেমা লিমা, জাহানারা মুন্নী, অভিলাষ মাহমুদ, এম কামালউদ্দিন, নিজাম মুহাম্মদ, আবিদ হান্নান, আবৃত্তি মুৎসুদ্দী, প্রতিমা দাশ, শ্রাবন্তি বড়ুয়া, পুষ্পিতা সেন প্রমুখ।