ভারতের তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার এক টুইট বার্তায় এ খবর জানান অভিনেতা নিজেই। টুইটে তিনি লেখেন, আমার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অস্বস্তি শুরু হতেই নুমনা পরীক্ষা করিয়েছিলাম। ফলাফল ইতিবাচক এসেছে। খবর বাংলানিউজের।
একইসঙ্গে এই অভিনেতা জানান, আপাতত তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া শেষ কয়েক দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের নুমনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন।
চিরঞ্জিবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তার ভক্তদের মধ্যে। তারা অভিনেতার আরোগ্য কামনা করে পাল্টা টুইটও করেছেন।
বর্তমানে ‘আচার্য’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন চিরঞ্জীবী। কোরাতলা শিবা পরিচালিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ অভিনেতার বিপরীতে রয়েছেন কাজল আগারওয়াল। এছাড়া সিনেমাটির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে রাম চরণকে।