চিরকুট লিখে অষ্টম শ্রেণি পড়ুয়া প্রেমিকাকে নিয়ে গেল প্রেমিক

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় চিরকুট লিখে রেখে ঘর থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া প্রেমিকাকে নিয়ে গেল প্রেমিক। রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে প্রেমিকাকে ঘর থেকে নিয়ে যায় রাকিব নামের ওই প্রেমিক। এই ঘটনায় গতকাল রোববার ওই শিক্ষার্থীর মা রাউজান থানায় রাকিবসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দিয়েছেন।

তিনি আজাদীকে জানান, ‘চিরকুটে লেখা ছিল দুঃখিত, ক্ষমা করে দেবেন। আমি আপনার মেয়েকে নিয়ে চলে গেলাম।’ পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মাঝর পাড়া গ্রামের ছেলে রাকিবের সাথে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে স্বীকার করেন মা। তবে ওই ছেলে বেকার ও তার মেয়ে অপ্রাপ্ত বয়ষ্ক (১৩ বছর) হওয়ার কারণে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।

এ কারণে ওই ছেলে তার সঙ্গীদের নিয়ে মেয়েকে অপহরণ করেছে বলে তিনি দাবি করেন। তিনি তার মেয়েকে উদ্ধারের আকুতি জানিয়েছেন। রাউজান থানার এসআই অজয় দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে ওই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধজামেয়া ময়দানে দোয়া মাহফিল ও সংবর্ধনা