চিটাগাং সিনিয়র’স ক্লাবের নির্বাচন (২০২৪– ২০২৫) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে ডা. বিশ্বনাথ দাস প্রেসিডেন্ট ও মাশফিক উল হাসান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট পদে ডা. বিশ্বনাথ দাস ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য ৬ প্রার্থীর মধ্যে মো. আলাউদ্দিন ৯৭ ভোট, মো. জাহিদুল ইসলাম (মিরাজ) ৬১ ভোট, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী ৫৬ ভোট, ইয়াছিন চৌধুরী ১৮ ভোট, ডা. এস এম টিপু সুলতান ১২ ভোট ও বেলায়েত হোসেন ১১ ভোট পেয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট পদে মাশফিক উল হাসান ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রার্থীর মধ্যে ইমরান আহমেদ ১২৬ ও প্রফেসর ডা. রেজাউল করিম ৮৬ ভোট পেয়েছেন।
পাঁচ কমিটি মেম্বার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ফাতেমা ফেরদৌস ২৯৯ ভোট, ডা মেজবাহ উদ্দিন আহমেদ ২৯১ ভোট, ডা. ভাগ্যধন বড়ুয়া ২৮৪ ভোট, ফসিউল আলম তাসকিন ২৬৬ ভোট ও ওয়ালিউল আবেদিন শাকিল ২৩৭ ভোট। মেম্বার পদে অপর দুই প্রর্থী উত্তম কুমার তালুকদার ১৬৮ ও একেএম আসাদুজ্জামান (উজ্জল) ১১৮ ভোট পেয়েছেন।