রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর ২০২১-২২ রোটাবর্ষের প্রথম সাধারণ সভা গত বুধবার সভাপতি প্রবীর চন্দ্র সাহার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিজিই রুহেলা খান চৌধুরী ও ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
কুরআন তেলাওয়াত করেন নুদরাত রুদাবি। শপথ বাক্য পাঠ করেন ইফতেখার উদ্দিন খান। ডিজি আবু ফয়েজ খান চৌধুরী করোনাকালীন সময়ে ক্লাবের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে রোটারিয়ানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি ডিস্ট্রিক্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সার্বিক পরিস্থিতির কারণে জুমের মাধ্যমে প্রতি মাসে চারটি ক্লাব মিটিং পরিচালনা করার নির্দেশনা দেন। অতিথিবৃন্দ রেইনবো ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আলী মাহবুব তার বক্তব্যে ক্লাবের কার্যক্রম তুলে ধরেন। প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ সলিমুল্লাহ আগামীতে ক্লাবকে এগিয়ে নিয়ে এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ক্লাবের সচিব রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা পরবর্তী সভার সময়সূচি ঘোষণা দেন। ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট এবং জোনাল কোর্ডিনেটর জাহেদা আক্তার মিতা ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য মেম্বারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য রাখেন রোটারিয়ান সামিনা ইসলাম, জালাল উদ্দিন বাবলু, সানিউল ইসলাম, লতিফ আনোয়ার চৌধুরী, আজিম পিন্টু, আকবর হোসেন, মাহফুজুল হক, মোহাম্মদ মঈনউদ্দীন, আব্দুল মামুন বাহার, রোকেয়া সুলতানা, লুৎফুন নাহার বেবি, মমতাজ বেগম, এস কে ওহিদুল ইসলাম, শারমিন জাহান রিখি, মাসুদরানা ও নুরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।