রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ারের উদ্যোগে গতকাল রোববার অপারাজেয় বাংলাদেশ, ষ্টেশন রোড, সিটি সুপার কমপ্লেঙ, বিআরটিসি, চট্টগ্রাম উন্নয়ন সংস্থার সেল্টার হোমে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান এডভোকেট দিল আফরোজ, এরাদাত উল্লাহ, সুদীপ কুমার চন্দ, আব্দুর রাজ্জাক, সৈয়দ মো. জেমি, এস.এম. মোস্তফা, সোলেমান হোসেন বাচ্চু এবং অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম জোনের ইনচার্জ জিনাত আরা বেগম, মো. মাহবুব প্রমুখ। এতে তিনজন শিশুদের মাঝে এক বছরের শিক্ষা ব্যয় হিসাবে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং সকল শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।এতে রোটারিয়ানবৃন্দ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আরো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।