স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় আজ শুরু হতে যাচ্ছে চিটাগাং চেম্বার কাপ কাবাডি প্রতিযোগিতা। দুই দিন ব্যাপি এই কাবাডি প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল। এই কাবাডি প্রতিযোগিতায় চেম্বার সদস্যভূক্ত চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন থেকে ৮টি দল অংশগ্রহণ করছে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘টএ’ গ্রুপে রয়েছে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্্িরজ এসোসিয়েশন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতি, চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন, বে-শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি। ‘বি’ গ্রুপে রয়েছে টেরী বাজার ব্যবসায়ী সমিতি, মতি টাওয়ার দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতি, জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশন এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা (শেখ মুজিব রোড)। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে খেলবে। আজ বিকেলে প্রধান াতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩.৩০ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা প্রাইজ মানি ও ট্রফি, রানার আপ দলকে পঁচাত্তর হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি, সুশৃংখল দলকে পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফিসহ ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্টকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতা উপলক্ষে গতকাল চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল আলম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, এ এক এম আকতার হোসেন এবং চেম্বার সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুখ।