চিটাগাং চেম্বার ও আইএলও’র ডায়ালগ

| বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) যৌথ উদ্যোগে চট্টগ্রামে প্রাইভেট সেক্টরের ব্যবসায়িক উন্নয়ন এবং দক্ষ কর্মসংস্থান সৃষ্টির উপায় অনুসন্ধান শীর্ষক ‘ডায়ালগ’ গতকাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টিওমো পৌটিএ্যাইন্যান, চেম্বার পরিচালকদ্বয় অঞ্জন শেখর দাশ এবং ওমর মুক্তাদির, বিশিষ্ট ব্যবসায়ী সালাহ্‌উদ্দীন কাসেম খান, চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), চিটাগাং চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক, বেপজা ও বেজার কর্মকর্তাগণ, ফুটওয়্যার, শিপিং, আইটি, কমার্স, ট্যুরিজম, ইলেক্ট্রনিক্স, লজিস্টিক্স, টেক্সটাইল ও আরএমজি সেক্টরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, চট্টগ্রাম এ অঞ্চলের অন্যতম ব্যবসায়িক হাব। এখানে রয়েছে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শিল্প নগর। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এখানেও রয়েছে কর্মসংস্থানের দারুণ সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়িক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উপায় বের করা ও দক্ষ কর্মী গড়ে তুলতে গুণগত প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন তিনি। কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, কক্সাবাজারে পর্যটন, ইকো ট্যুরিজম ও মেরিন ট্যুরিজম, ব্লু ইকোনমি এবং লবণ শিল্পের উন্নয়নের জন্য দক্ষ জনবল প্রয়োজন। কিন্তু এসব সেক্টরে কী পরিমাণ জনশক্তি প্রয়োজন তার কোন পরিসংখ্যান নেই। তাই আইএলও এবং বাণিজ্য সংগঠনগুলো কর্মসংস্থানের সংখ্যা চিহ্নিতপূর্বক দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। আইএলও’র প্রতিনিধিগণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মোট ৫টি সেক্টরের জন্য সমীক্ষা করে ৪৯টি স্কিল ক্যাটাগরি চিহ্নিত করেন। এসব ৪৯টি ক্যাটাগরির দক্ষতা উন্নয়নের জন্য চিটাগাং চেম্বারের সাথে আইএলও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাঁসির দাবি নিয়ে এসেছি
পরবর্তী নিবন্ধআসুন নিজে সচেতন হই অন্যদের সচেতন হতে উৎসাহিত করি