কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত চিটাগাং ক্লাব লিঃ এর স্কোয়াশ কোর্টে কেডিএস স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। খেলায় উম্মুক্ত পুরুষ ইভেন্টে বাংলাদেশ আর্মির কর্পোরাল রনি চ্যাম্পিয়ন এবং উত্তরা ক্লাবের সুমন রানার আপ,উন্মুক্ত মহিলা ইভেন্টে সৈনিক আরমান চ্যাম্পিয়ন এবং সৈনিক সুনিতা রানার আপ, মেম্বার গ্রুপে গুলসান ক্লাবের আবিদ মনসুর চ্যাম্পিয়ন এবং ফারাজ রানার আপ, অনূর্ধ্ব–১৮ বিভাগে বিকেএসপির আমিনুল চ্যাম্পিয়ন এবং সায়মুন রানার আপ, অনূর্ধ্ব–১৪ বালক বিভাগে বিকেএসপির দুর্জয় এবং ফারদিন রানার আপ আর অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ভাসান টেক স্কুলের চাঁদনী চ্যাম্পিয়ন এবং নির্জর ক্যান. পাবলিক স্কুল এন্ড কলেজের নাবিলা রানার আপ হবার গৌরব অর্জন করেন। গত ১০ জুন শুক্রবার বিকেলে চিটাগাং ক্লাব সুইমিংপুল চত্বরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ফেডারেশনের সহ সভাপতি, এম এম ইস্পাহানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী। চিটাগাং ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এতে চীফ হোস্ট ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের জেনারেল সেক্রেটারী ব্রিঃ জেনারেল কামরুল ইসলাম (অবঃ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ মো. আজিজুল হাকীম। অনুষ্ঠানে সিসিএল কমিটি মেম্বার ডা. ফাহিম হাসান রেজা, সিসিএল স্কোয়াশ কনভেনার সাজ্জাদ আরেফীন আলম সহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফজলে ওয়ালী আহমেদ। গত ৫ জুন থেকে শুর হওয়া এই টুর্নামেন্টের বিভিন্ন খেলাসমূহ উত্তরা ক্লাব, শাহীন স্কুল এন্ড কলেজ, ম্যাস আলফা এবং সর্বশেষ গত ৯ ও ১০ জুন চিটাগাং ক্লাব স্কোয়াশ কোর্টে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হয়। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন এলাকার ১২০ জন খেলোয়াড় অংশ নেন।