চিটাগাং ক্লাবে সংগীতসন্ধ্যায় গেয়ে মাতিয়ে গেলেন জনপ্রিয় দুই শিল্পী প্রিতম হাসান ও জীফার রহমান। ক্লাব বিনোদন বিভাগ আয়েজিত ভয়েস অব ভিকটোরি শো ২০২৫ শিরোনামে নতুন বছরের শুরুতে সংগীতানুষ্ঠানের আয়োজনটি ছিল উপভোগ্য। গত ১৬ জানুয়ারি দর্শকভর্তি সিসিএল স্পোর্টস কমপ্লেক্সে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মঞ্চে উঠে একে একে গানগুলো পরিবেশন করেন দেশের এই দুই প্রখ্যাত সংগীত শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। বিশেষ অতিথি ছিলেন বারকোড গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক মঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং ক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য জাবেদ হাশেম, এ এম ইমতিয়াজ চৌধুরি, শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম এবং মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।