চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্টের বিলিয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছেন তানভির সালেহীন।
রানার্স আপ হয়েছেন ওয়াসেফ হোসেন খালেদ। ফাইনাল খেলায় তানভির সালেহীন ৩-০ গেমে ওয়াসেফ হোসেন খালেদকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্নুকার মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক সহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বারবৃন্দ।