চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত বার্ষিক স্কোয়াশ, ওয়াকওয়ে ও বাস্কেটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং সুইমিংপুল এন্ড হেল্থ ক্লাব ফ্যামিলী নাইট গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ক্লাবের গ্রিন ল’নে সম্পন্ন হয়। সাত প্রতিষ্ঠান আরাফ হসপিটাল লি, আয়াত স্টিলস, বিউ মন্ডি এ্যাপারেলস লিঃ, বারকোড,চৌধুরী এ্যাপারেলস লিঃ, এম এন গ্রুপ এবং এস এ গ্রুপের যৌথ পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ও দি পূর্বকোন লিঃ এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে ক্লাবের ভাইস চেয়ারম্যান, মঞ্জুরুল হক মঞ্জু, সংশ্লিষ্ট বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবিব (রনি )প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে নুরউদ্দিন জাবেদ, মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ.এম. ইমতিয়াজ চৌধুরী (রকি), আবু আহমেদ হাসনাত, সৈয়দ আহসানুল হক (শামিম), মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল),আলি আহসান (সেলিম), মঞ্জুরুল আলম (পারভেজ) সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির বেভারেজ পার্টনার ছিল মুসকান ওয়াটার। এর আগে বৃস্পতিবার সন্ধ্যায় স্কোয়াশের চারটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ভেটার্ন এ চ্যাম্পিয়ন হন মীর্জা মো. ওয়াহেদ রানার আপ রবিউল হোসেন, মেম্বার্সে চ্যাম্পিয়ন হন সাজ্জাদ আরেফিন আলম রানার আপ হন আহমেদ আলী, মেম্বার ডটার্সে চ্যাম্পিয়ন শোরিজা, রানার আপ হন জারা আলী এবং মেম্বার্স সান এ চ্যাম্পিয়ন আবরার এবং রানার আপ হন ইমতিয়াজ। ক্যাপ্টেন এম ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সব শেষে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।