চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের নাইনবল ফাইনাল খেলা গত ৫ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় সাইফ রহমানকে ১১-৭ ফ্রেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়নশিপ লাভ করেন। ফাইনাল খেলায় বিলিয়ার্ড এন্ড স্নুকার মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ, কনভেনার নুর উদ্দিন জাবেদ সহ প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
এদিকে চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের স্নুকার ফাইনাল খেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এই খেলায় ওয়াসেফ হোসাইন খালেদ ৬-১ ফ্রেমে শোভন এম শাহাবুদ্দিন রাজকে হারিয়ে চ্যম্পিয়ন হন। ফাইনাল খেলাটি পাঁচ ঘন্টা স্থায়ী হয়।