মুজিব শত বর্ষ উপলক্ষে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের অংশগ্রহণকারী চার মিশরীয় খেলোয়াড় গত সোমবার এক প্রদর্শনী ম্যাচে অংশ গ্রহণ করে চিটাগাং ক্লাব স্কোয়াশ খেলোয়াড়দের সাথে। এম এম ইস্পাহানী লিঃ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনী ম্যাচের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান নাদের খান। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী গ্রুপের জেনারেল ম্যানেজার (টি ট্রেড) সৈয়দ হোসাইন পিসনামাজ, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম (অবঃ) এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়ন এয়সিন আল শাফীই। ইরানী রেফারী মহসেন জাবেদ এই ম্যাচটি পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবীব রনি। এছাড়া এ সময় চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, মাহাবুবুল কবির খান শান্তনু, আলী অহসান সেলিম, আজিজুল হাকীম, এবং সিসিএল স্কোয়াশ কনভেনার সাজ্জাদ আরেফিন আলম এবং ইস্পানী গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ম্যাচে চিটাগাং ক্লাবের হয়ে খেলেন সাজ্জাদ আরেফীন আলম, আহমেদ আলী, ফজলে ওয়ালী।