চিটাগাং ক্লাব লিমিটেড এর উদ্যোগে কিয়া বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সকার এবং টেবিল টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ জুলাই শনিবার সম্পন্ন হয়। চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক কিয়া বাংলাদেশ এর চট্টগ্রাম এরিয়ার হেড অব কর্পোরেশন মির্জা মো. আহসান রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সকার বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাসেম (নান্নু) এবং টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ শেখ হাছান জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ),ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি)চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং টুর্নামেন্ট কো–অর্ডিনেটর সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ) সহ সংশ্লিষ্ট কর্পোরেট প্রতিনিধি, ক্রীড়ামোদি ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ।