চিটাগাং ক্লাবে ইসলাম মিয়া স্মৃতি আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত দুইদিন ব্যাপী ইসলাম মিয়া স্মৃতি দাবা টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়। এই দাবা প্রতিযোগিতায় ৬ গেমের খেলায় ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল দল। ৯ পয়েন্ট পেয়ে রানার্সআপ অর্জন করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল দল। চ্যাম্পিয়ন দলে খেলেন আরভিন দেব, আবিদ মাহদি সাদ, জায়াবর নুর জারিফ, সুরিদ দে, ও ফারহান নুর। রানার্সআপ দলে খেলেন মো. হাসিবুল হাসান, মঈনউদ্দিন, সালাম বিল্লাহ, অবাদুল হামিদ ও আরিয়াতুল আবরার শব্দিক। এছাড়া বেস্ট প্লেয়ার হিসেবে পুরষ্কার লাভ করে হালিশহর ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অনিন্দ্য দীগ বিজয়, ইস্পাহানী আদর্শ হাই স্কুলের সৃজন সুত্রধর, বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের রাজিত বড়য়া দীগন্ত, সরকারি মুসলিম হাই স্কুলের রুবায়েত আরাফ এবং বাংলাদেশ ইলেমন্টারি স্কুলের মো. মিশকাত উদ্দিন খান। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হোস্ট ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চিটাগাং ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক দাবা সংগঠক এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক মলি, সাবেক চিটাগাং ক্লাব চেয়ারম্যান যথাক্রমে বদরুর রহিম চৌধুরী, এ কিউ আই চেীধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ ওমর ফারুক ইউসুফ, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল দাবা বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুর। অন্যান্যের মধ্যে সিসিএল নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, আবু আহমদ হাসনাত, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), মোহাম্মদ ইয়াকুব, মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), রফিকুল ইসলাম মিয়া (বাবুল) উপস্থিত ছিলেন । উল্লেখ্য চিটাগাং ক্লাবে প্রথম বারের মত ৬ রাউন্ডের সুইচ লীগ এই আন্ত স্কুল রেপিড দাবা টুর্নামেন্টে স্বাগতিক চিটাগাং ক্লাব সহ আরো ২৮ টি স্কুলের ১৪৮ জন প্রতিযোগী এতে অংশ নেয় । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিসিএল দাবা বিভাগের কনভেনার শায়লা মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সপ্তাহ
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম এবার হারলো সিলেটের কাছে