বাদ্যযন্ত্রের তালে ও সুরের মূর্ছনায় চিটাগাং ক্লাব মাতিয়ে গেলেন নগর বাউল এর জেম্স। গত ২৯ নভেম্বর মেগা মিউজিক্যাল নাইটের আয়োজন করে চিটাগাং ক্লাব লিমিটেডের বিনোদন বিভাগ। উপস্থিত দর্শকের অনুরোধের গান গুলো ছাড়াও জেম্স একে একে পরিবেশন করেন্ল– গুরু ঘর বানাইলা কি দিয়া, দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, সারা দিন ছুটোটুটি কিশোর– কিশোরী, দিওয়ানা দিওয়ানা, যেদিন চলে যাইবো বন্ধু, পাগলা হাওয়ার তরে,পৃথিবী বদলে গেছে বদলে গিয়েছো তুমি, তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, লিখলাম চিঠি, হৃদয়ে কাঁচের দেয়াল, এই শহর, রূপসাগরের এই চোখে, ইত্যাদি জনপ্রিয় গানগুলো। এসময় কানায় কানায় দর্শকভর্তি চিটাগাং ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে বয়ে চলে আনন্দ সুরের বন্যা। দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করে বিজয় ব্যান্ডের শিল্পীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন(রাজ), স্বাগত বক্তব্য রাখেন সিসিএল জেনারেল কমিটির সদস্য বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ্ একরাম।
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য জাবেদ হাসেম, চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী, শেখ হাছান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিনসহ ক্লাব সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিএল এর সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক।












