দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির নব–নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। কমিটির পক্ষে নবনির্বাচিত সভাপতি ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) কানিজ ফাতেমার কাছ থেকে গতকাল বৃহস্পতিবার দায়িত্বভার বুঝে নেন। এই সময় নবনির্বাচিত কমিটির সহ সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ৮জন সদস্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেক উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত পরিষদের কাছে দায়িত্বভার হস্তান্তর করায় অন্তর্বর্তী কমিটিকে ধন্যবাদ জানান। তিনি নির্বাচনে দায়িত্ব পালনকারী সমবায়ের সরকারি কর্মকর্তাদেরও সাধুবাদ জানান। তিনি সোসাইটির সদস্যদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান।
গতকাল দুপুরে নগরীর আন্দরকিল্লা সমবায় কমপ্লেক্সের একটি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এর আগে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি কানিজ ফাতেমা। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। এসময় নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভ কামনা জানিয়ে সোসাইটির সদস্যদের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি কানিজ ফাতেমা, সদস্য মোহাম্মদ শফিউল আলম, হৈমন্তী দাশ গুপ্তা, সুমন কুমার বিশ্বাস, শাহ এরফানুল হক, আমির হোসাইন উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ওয়াহিদ মালেক, সহ সভাপতি সৈয়দা দিলরুবা আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ তৈয়ব সিকদার, এবং ৮ জন সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন, তাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দীন খান চৌধুরী, এসএম জমির উদ্দিন এবং মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কার্যালয়ের উপ–সহকারী নিবন্ধক গাজী মুহাম্মদ ওমর ফারুক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডবলমুরিং থানা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এবং পাঁচলাইশ থানা সমবায় অফিসার মমতাজ বেগম।