চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গত ২১ ফেব্রুয়ারি আগ্রাবাদ বাদামতলীস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা।
স্বাগত বক্তব্য রাখেন সহ–সভাপতি ইকবাল হোসেন। সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক একেএম আবুল বাশার। তাকে সহায়তা করেন সহ অর্থ সম্পাদক সদরুল আমিন। চ্যারিটি প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনসহ সভাপতি সৈয়দা নারগিস সুলতানা বীনু। তাকে সহায়তা করেন সদস্য সচিব এমএইচ শাহ বেলাল। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ। সর্বসম্মতিক্রমে প্রতিবেদনেগুলো অনুমোদন করা হয়। এ সময় সংগঠনের নির্বাচন ২০২৫ সম্পন্নে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জাফর ইকবাল, মো. মাহমুদ আলম, মোশতাক আহমদ তালুকদার ও মো. আনোয়ার কামাল। উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাহিদ বুলবুল, মো. ফয়সাল আহমেদ দোলন, চৌধুরী আনোয়ারুল আজিম, ইসমত আরা বেগম রুমা, মোহাম্মদ আলী, সেলিম জহুরী, তানভীর আহমেদ, নীরু, মোহাম্মদ আলী ওসমান প্রমুখ।