চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের সভা

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৭ তম সভা গতকাল রোববার আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ওয়াহিদ মাহমুদ। সভায় আগামী ২৭ ডিসেম্বর এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কার্যকরী পরিষদের পক্ষ থেকে কলেজের মেডিকেল কর্ণারে মেডিকেল ইকুইপমেন্টসহ কিছু ওষুধ সামগ্রী দেয়ার সিদ্ধান্ত হয়। পুনর্মিলনী প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনের আগ্রাবাদ অফিসে ১ জুন থেকে কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া কলেজে শিক্ষা বৃত্তি চালুর জন্য ছাত্র কল্যাণ সম্পাদক মো. শোয়েব উদ্দিন খানকে আহবায়ক ও শওকত জামানকে সদস্য সচিব করে শিক্ষা বৃত্তি উপকমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দা নারগিস সুলতানা বীনু, গুলশান জাহান, ডা. তারেক আহমেদ, মোহাম্মদ শফিউল আলম রানা, ইয়াসির আরাফাত, মো. রাকিব মাহমুদ ডানা, সদরুল আমীন, খন্দকার জসিম উদ্দিন, চৌধুরী মো. ফজলে রাব্বি, শওকত জামান,ফয়সাল আহমেদ দোলন, চৌধুরী মো. আনোয়ারুল আজিম, এমএইচ শাহ বেলাল, দীপন কান্তি সুশীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহমান সময়
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিনামূল্যে নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ