চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গত ২৭ আগস্ট চেম্বারের সেমিনার হলে ফিন্যান্সিয়াল লিটারেসি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। সেমিনারে তিনি বলেন, ব্যাংক লোনের নিয়ম-কানুনগুলো সঠিকভাবে জানা থাকলে নারী উদ্যোক্তারা সহজেই ঋণ আবেদন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালার মূল বিষয়বস্তুর উপর আলোকপাত করেন তুহিনুর আলম তুহিন। তিনি তার আলেচনায় ব্যাংক ঋণ আবেদনের বিভিন্ন নিয়মাবলী ও খুঁটিনাটি বিষয় সমূহ তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে মিলিত হন এবং ব্যাংকের কর্মকর্তা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।