চিটাগাং উইম্যান চেম্বারে ঈদ বাজার শুরু

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক পণ্য বিক্রির ফ্ল্যাটফর্ম উই বাজােেরর উদ্যোগে এবং চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় ৩ দিনব্যাপী ঈদ বাজার গতকাল মঙ্গলবার থেকে আগ্রাবাদস্থ চিটাগাং উইম্যান চেম্বারের মিলনায়তনে শুরু হয়েছে। চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ এবং এফবিসিসিআইর পরিচালক ডা. মুনাল মাহবুব প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য এই ধরনের মেলা খুবই প্রয়োজন। বিশেষ করে যারা অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন তারা এই ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে সরাসরি খুচরা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি। মেলায় অনলাইন ভিত্তিক ২০জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মেলা আগামী ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসময়ের চাহিদা মেটাতে ওয়েল ফুড নিয়ে এলো ফিশাবেলা
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যাদুর্গতদের চিকিৎসা প্রদানে চসিক মেডিকেল টিমের যাত্রা