চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এর অন্তর্গত সিআইইউ ইংলিশ ক্লাবের উদ্যোগে সমপ্রতি আয়োজিত হয় ‘স্ল্যাস ইনডোর স্পোর্টস প্রোগ্রাম ২০২৫’। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের মধ্যে ছিল লুডু, দাবা, টেবিল টেনিস, কেরাম এবং অত্যাধুনিক পিএস ৫ ফিফা এফসি ২৪ গেমের আসর। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন সিআইইউ ইংলিশ ক্লাবের মডারেটর উম্মেহানি পিংকি। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এর সহকারী ডিন সার্মেন রড্রিঙ এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান লীমা সেন গুপ্ত।