চিটাগাং আর্বান কো-অপারেটিভ সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নির্বাচন

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

দি চিটাগাং আর্বান কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা গত ৭ জুন আন্দরকিল্লাস্থ সোসাইটি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমিত কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির সভাপতি মো. শফিউল আলম। উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ ওছমান গনি ও শাহ এরফানুল হক।

এতে সভাপতি পদে অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সহসভাপতি প্রকৌশলী বিপ্লব দাশ, সাধারন সম্পাদক পদে রুনু ভট্টাচার্য্য, সদস্যপদে সত্যজিৎ পালিত, সুমিত্র শংকর আইচ, উজ্জ্বল কান্তি চৌধুরী, অজিত কুমার আইচ, শ্যামল কুমার চৌধুরী, অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য নির্বাচিত হয়। বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, দি চিটাগাং আর্বান কোঅপারেটিভ সোসাইটি ঐতিহ্যবাহী সমবায় সংগঠন। তাঁরা এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী ও সম্পাদক রুনু ভট্টাচার্য্য তাঁদের বক্তব্যে সমিতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সদস্য বিপ্লব কুমার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে মাঝরাতে বেকারিতে আগুন, কোটি টাকার ক্ষতি
পরবর্তী নিবন্ধশান-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের মাহফিল