লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে এবং রেণুবালা-সন্তোষ মেমোরিয়াল ট্রাষ্টের সহযোগিতায় বোয়ালখালীর সারোয়াতলিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। এতে প্রায় ১০০০ গ্রামবাসীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কর্মসূচিতে চক্ষু ,শিশু স্বাস্থ্য, নাক কান গলা ,গাইনী প্রসূতি সেবা উল্লেখযোগ্য। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামশুদ্দীন আহমেদ।
উপস্থিত ছিলেন ট্রাষ্ট চেয়ারম্যান ডা.প্রণব কুমার চৌধুরী, গভনূর অ্যাডভাইজর লায়ন এস এম আবু তৈয়ব, লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন প্রকাশ কুমার চৌধুরী, লায়ন একেএম এ মুকিত, লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লায়ন ফজলে করিম, লায়ন বিজয় শেখর দাশ, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন জুনটিন টান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।