পশ্চিম বাকলিয়ার ডিসি রোডস্থ সামাজিক সংগঠন চিটাগং ইডেন ক্লাবের উদ্যোগে ও সিএনএসের অর্থায়নে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় ডাস্টবিন বিতরণ করা হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার লক্ষ্যে বাকলিয়ার গুরুত্বপূর্ণ মোড়ে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। গত ৩০ নভেম্বর ক্লাব প্রাঙ্গণে ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য এএমএম মহিউদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান হায়দার, ভাইস চেয়ারম্যান এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মো. আজগর হোসেন, নজরুল ইসলাম মিঠু, মো. সরোয়ার আলম, মো. শাকিল ইমরুল আজাদ জিমি, সাইফুর রহমান, মো. মোরশেদ, শাহরিয়ার চৌধুরী পলেন, ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মাসুদ পারভেজ খোকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।