চিগ্সু অখণ্ড মণ্ডলীর উদ্যোগের রাউজানের কুণ্ডেশ্বরী ঘাটায় উপাসনা মন্দির প্রাঙ্গণে অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দুদিনব্যাপী আবির্ভাব উৎসব গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে চরিত্র গঠনভিত্তিক ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন ডা. মৃদুল কান্তি দে। প্রধান আলোচক ছিলেন ঢাকা অখণ্ড মণ্ডলীর সাধারণ সম্পাদক সুরেশ ব্রহ্মচারী। আলোচক ছিলেন শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কুমার শীল।
বক্তব্য রাখেন মণ্ডলীর সাধারণ সম্পাদক তমাল ধর, মনতোষ মজুমদার, অজিত দাশ, রতন কুমার বণিক, প্রকৌশলী সরোজ কুমার রায়, বাবলু চৌধুরী ও প্রজ্ঞা দাশ। সঞ্চালনা করেন রাহুল চৌধুরী ও হৈমন্তী দে হিমু। অন্যান্য আয়োজনে ছিলেন প্রথমা দাশ, উত্তম ঘোষ, সুমন চৌধুরী, রুবেল চৌধুরী, তুর্ণা মহাজন, নির্ঝর ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।