চিগ্‌সু অখণ্ড মণ্ডলীর স্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

রাউজানের কুণ্ডেশ্বরী ঘাটাস্থ চিগ্‌সু অখণ্ড মণ্ডলীর উপাসনা মন্দির প্রাঙ্গণে অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ডা. মৃদুল কান্তি দে’র সভাপতিত্বে সভায় আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আলোচক ছিলেন শিক্ষাবিদ মনতোষ মজুমদার, অজিত দাশ, চিরঞ্জীব চৌধুরী, প্রকৌশলী সরোজ কুমার রায়, শম্ভু মিত্র, স্বপন তলাপাত্র, বাবলু চৌধুরী, ননী গোপাল আচার্য্য প্রমুখ। পলাশ তালুকদার ও রাহুল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মণ্ডলীর সাধারণ সম্পাদক তমাল ধর। অখণ্ডসংহিতা থেকে পাঠ করেন প্রথমা দাশ।

সভায় বক্তারা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত সমবেত উপাসনার মাধ্যমে জাতিবর্ণধর্ম নির্বিশেষে সকলে মিলিত হবার যে অপূর্ব সুযোগ রয়েছে তার প্রতি গুরুত্বারোপ করেন। স্বরূপানন্দ সংগীত পরিবেশন করেন সুমন চৌধুরী, রুবেল চৌধুরী ও চিগ্‌্‌সু অখণ্ড মণ্ডলীর স্বরূপানন্দ সংগীত শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়কের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআইআইইউসির আই-ইইই কম্পিউটার সোসাইটির সেমিনার