চিকিৎসা নিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় ট্রেনে কাটা পড়ে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার পর রেললাইনের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. মীর কাশেম (৭০)। তিনি পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের মৃত রহিম দাদের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন ২ পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৃদ্ধ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই দ্রুতগামী ট্রেনটি হুইশেল বাজিয়ে মালুমঘাট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশাহাবুদ্দিন রাজ চেয়ারম্যান ও ফরহাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণীকে হত্যায় স্বামীর সাড়ে ২১ বছর দণ্ড