ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলী শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী সম্মেলন গত ৬ ডিসেম্বর রাউজানের ৩নং চিকদাইর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি ৩নং চিকদাইর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আবু তাহের। গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর সভাপতি রোকন উদ্দীন ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউসিয়া মঈনিয়া কামিল মাদরাসার প্রভাষক মুফতি মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী। বিশেষ অতিথি ছিলেন ৩নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জানদাশীন আল্লামা সৈয়দ আহমদুল হক (মাজিআ), বিশেষ বক্তা ছিলেন চিকদাইর আলীম উদ্দীন সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা ফখরুদ্দীন আল কাদেরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হানিফ মেম্বার, মো. সালাউদ্দিন, মো. আব্দুল শুক্কুর, জয়নাল আবেদীন, মো. আলী, আবু আক্কাস উদ্দীন মানিক, মো. মনসুর বাবুর্চি প্রমুখ। সম্মেলনে নাতে মোস্তাফা (দ.) পরিবেশন করেন আব্দুল নবী খোকন, আলমগীর হোসেন খালেক ও মুহাম্মদ এনাম। প্রেস বিজ্ঞপ্তি।