বাংলাদেশ চা বোর্ডে গত ১০ মার্চ অনলাইন জুম প্লাটফরমে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক’ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, চা বাগান ব্যবস্থাপনা, শ্রমিক ব্যবস্থাপনা, চা ব্যবসায় এবং নিলাম কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। চা আবাদ ও প্রক্রিয়াজাতকরণেও জনশক্তির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি নির্ভরতা। তিনি ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের অন্যান্য শিল্পের মত চা শিল্পকেও প্রস্তুত করার আহবান জানান।
কর্মশালায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী এবং প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক ৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ চা বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত কর্মশালায় বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন সঞ্চালনা করেন। এতে বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী, সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চা বাগানসমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।