বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড ‘বঙ্গবন্ধু : বজ্রে তোমার বাজে বাঁশি’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার নগরের বায়েজিদে চা বোর্ডের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মুজিব শতবর্ষের থিম সঙ্গীত পরিবেশন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরীর (যুগ্ম সচিব) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। বিভিন্ন কর্মসূচিতে চা বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহারসহ কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার দেওয়া হয় এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।