চাহিদা বৃদ্ধির সাথে গুণগতমান রক্ষায় সচেষ্ট ডায়মন্ড সিমেন্ট

কক্সবাজারে হালখাতা ও ব্যবসায়িক মিলনমেলা

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুভ হালখাতা ও ব্যবসায়িক মিলনমেলার দ্বিতীয় ধাপের আয়োজন গত ৮ জুন সম্পন্ন হয় কক্স কার্নিভালে। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক পারভেজের সভাপতিত্বে কক্সবাজার জেলার ডিলাররিটেইলারদের নিয়ে দিনব্যাপী হালখাতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী বলেন, ডায়মন্ড সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সভাপতির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক পারভেজ বলেন, মানের ক্ষেত্রে কোনো ছাড় নয় বরং চাহিদা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে মানের দিক থেকে আরো উন্নত করার ব্যাপারে সবসময় সচেষ্ট ডায়মন্ড সিমেন্ট।

প্রধান বক্তা ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী কক্সবাজার জেলার সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায় সাফল্যের জন্য বুদ্ধিমত্তার পাশাপাশি নৈতিকতা ও সততা বজায় রাখা জরুরি। তবেই দীর্ঘ যাত্রায় লাভবান হওয়া সম্ভব। তিনি অতীতের মতো ভবিষ্যতেও ডায়মন্ড সিমেন্টের পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের রিকভারী ও চট্টগ্রাম সার্কেল মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা, সিসিপির পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল ব্লকের পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপপরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা, জিএম (সেলস) আব্দুর রহিম, কক্সবাজার জেলা স্টিল অ্যান্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল আলম সিকদার। কক্সবাজার জেলার সিমেন্ট ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের আস্থা ও ভালোবাসার প্রতীক ডায়মন্ড সিমেন্ট বলে আখ্যায়িত করে বলেন, ডায়মন্ড সিমেন্ট গুণে মানে বাজারের সেরা। অন্যান্য সিমেন্টের চেয়ে ভোক্তা পর্যায়ে ডায়মন্ড সিমেন্টের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আমরাও নিশ্চিন্তে ডায়মন্ড সিমেন্টের সঙ্গে ব্যবসা করতে পারছি।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার (ক্রেডিট কন্ট্রোল) আহমেদ মনসুরের সঞ্চালনায় ও ডায়মন্ড সিমেন্টের কক্সবাজার জেলার সেলস ইনচার্জ ফজলুল কাদেরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, এমকে ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেম তালুকদার, বোরাক ট্রেডিং অ্যান্ড ক্যারিয়ারের স্বত্ত্বাধিকারী মাকসুদুল আলম আলমদার, রুপালী ট্রেডিং এজেন্সির পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ ও আব্দুল্লাহ আল নওশাদ, একে এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আয়মান আজগরী, মারজান এন্টারপ্রাইজের প্রতিনিধি আবুল বশর তালুকদার, মাহাবুব ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মাহাবুবুর রহমান, সেরা একক বিক্রেতা পুরস্কার বিজয়ী শফিক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রাশেদুল আলম, নির্মাণ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী বনি আমিন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার (টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ প্রমুখ।

হালখাতা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক খালদা বেগম, অগ্রণী ব্যাংকের এজিএম মো. আবুল হাশেম, ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আরিফুল ইসলাম, এজিএম কামরুজ্জামান, দিপ্তীমান দাশ, সিনিয়র ম্যানেজার (সেলস) এমএ মোতালেব, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, ম্যানেজার (অডিট) আলী রায়হান আকতার পবন, দক্ষিণ চট্টগ্রাম জোনের সেলস ইনচার্জ মোশারফ হোসেন, কক্সবাজার জোনের সহকারী ম্যানেজার মহিব উল্লাহ, শহীদুল আলম রাজু, এমকে ট্রেডার্সের পরিচালক মো. সাইফুদ্দীন সুমন, ইমতিয়াজ ছোটন প্রমুখ। অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সিমেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজান বাংলাদেশ বেতারের বংশীবাদক রেজাউল করিম এবং সঙ্গীত পরিবেশন করেন কক্সবাজারের শিল্পী মেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি ভারপ্রাপ্ত মেয়রকে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের নৃত্য কর্মশালার সনদ বিতরণ