চাল-তেলসহ ৪ পণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রোজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন।

বৈঠকের পর ব্রিফিংয়ে সচিব বলেন, বৈঠকে আলোচ্য সূচির বাইরে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে পদক্ষেপ নিতে বলেছেন। সেই নির্দেশনা প্রতিপালন হওয়ায় তিনি সন্তোষ জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী তেল, চিনি, খেজুর ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কী পরিমাণ শুল্ক কমানো হবে তা এনবিআর পরীক্ষা করে দেখবে। খবর বিডিনিউজের।

এসব পণ্যের শুল্ক কমাতে ইতোমধ্যেই এনবিআরকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধপিঠা উৎসবে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি
পরবর্তী নিবন্ধবস্তায় চালের দাম কমেছে ১৫০ টাকা পর্যন্ত