চালের খুদ ও ধানের কুঁড়ায় রঙ মিশিয়ে হলুদ-মরিচের গুঁড়া তৈরি

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:০৬ পূর্বাহ্ণ

চালের খুদ ও ধানের কুঁড়ায় রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদমরিচসহ বিভিন্ন গুঁড়া মসলা। দেড় হাজার কেজি ভেজাল গুঁড়াসহ সাঈদ হোসেন নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে এগারটার দিকে ফেনী শহরের একটি কারখানায় অভিযান চালানো হয় বলে র‌্যাব৭ ফেনীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান। আটক সাঈদ হোসেনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকায়।

স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে ‘বিসমিল্লাহ মিল’ নামক একটি মসলার মিলে অভিযান চালিয়েছে র‌্যাব৭। এ সময় তল্লাশি করে ৩২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং, খুদ ও কুঁড়া মিশ্রিত ১৫০০ কেজি হলুদমরিচের গুঁড়া জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ‘বিসমিল্লাহ মিল’ কারখানায় ভেজাল মসলা তৈরি করে আসামি মো. সাঈদ হোসেন (৩৫) নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করতেন।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ দেয়ার কথা বলে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচোর সন্দেহে যুবককে রাতভর মারধর, পরে মৃত্যু