চালু হলো আইআইইউসি’র নতুন বিভাগ বিবিএ ইন ফাইন্যান্স

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

আইআইইউসির সাফল্যের মুকুটে আরেকটি উজ্জ্বল পালক যুক্ত হলো। সরকারের অনুমোদন পেয়ে চালু হলো নতুন বিষয় নতুন বিভাগ বিবিএ ইন ফাইন্যান্স।

আগামী ২৪ জুলাই ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে সদ্য খোলা বিবিএ ইন ফাইন্যান্স বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২২ জুলাই বিবিএ ইন ফাইন্যান্স বিভাগের ভর্তির ফরম নেয়া ও জমা দেয়ার শেষ তারিখ। উল্লেখ্য, গত ২৬ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন লিখিতভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে বিবিএ ইন ফাইন্যান্স প্রোগ্রামকে অনুমোদন প্রদান করে। ১৩৭ ক্রেডিট আওয়ার্সের এই প্রোগ্রামটি দ্বৈত সেমিস্টারের ভিত্তিতে পরিচালিত হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্প্রিং সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অটাম সেমিস্টার হিসাবে গণ্য হবে। ইতোমধ্যেই এই বিভাগে শিক্ষককর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক ও সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশন্স (সিআরপি)এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীনকে বিবিএ ইন ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে ১৩ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ
পরবর্তী নিবন্ধকানাডায় আল্লামা সাবির শাহ্‌’র সাথে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ