গভীর রাতে চালকরা ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালাতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। দুর্ঘটনার শিকার হয়ে উল্টোপথে যাত্রা, পাশের ও সামনের গাড়ীকে সাইট না দিয়ে সংঘর্ষে জড়ানো আবার কখনো রাস্তার ডিভাইডারে গাড়ী তুলে দেয়া কিংবা রাস্তা থেকে গাড়ী নামিয়ে দুর্ঘটনায় পতিত হওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হওয়া দাড়িয়েছে।
এসব দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চালকদের ঘুম ঘুম ভাব তাড়িয়ে দুর্ঘটনা দূর করতে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ নিয়েছে ব্যতিক্রমি উদ্যোগ। গভীর রাতে চালক র হেলপারদের রং চা খাওয়ানো ও ঠান্ডা পানিতে মুখ ধোয়ানোর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তারা। এরই অংশ হিসেবে শুক্রবার রাত ১ টা থেকে ৩টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা ও কমলমুন্সির হাট এলাকায় চালকদের রং চা খাওয়ানো ও ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া কর্মসূচি পালন করেছে। পটিয়া হাইওয়ে ক্রসিং থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে ক্রসিং থানার সেকেন্ড অফিসার আমিনুর রহমান, এসআই কফিল উদ্দিন, মালিক সমিতির পরিবহন নেতা ছাবের বাবুল সহ থানার একদল পুলিশ এ কর্মসূচিতে অংশ নেন।
চালকদের চোখের ঘুম দূর করতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় ৫০টি গাড়ীর ড্রাইভার ও হেলপারকে রং চা খাওয়ানো ও মুখ ধোয়ার কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপসহ যাত্রীবাহি বিভিন্ন যানবাহনও রয়েছে। এ ব্যাপারে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে রাতে অনেক সময় বিভিন্ন গাড়ী দুর্ঘটনায় কবলিত হচ্ছে। এসব দুর্ঘটনার অধিকাংশই চালকদের ঘুম নিয়ে গাড়ী চালানোর কারণেই ঘটছে। যার কারণে এখন থেকে রাতের বেলায় বিভিন্ন গাড়ীর চালকদের রং চা খাওয়ানো ও ঠান্ডা পানিতে মুখ ধোয়ানো হবে।