চার স্ক্যানার স্থাপনের স্থান চূড়ান্ত করলেন এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল শনিবার চট্টগ্রামে পৌঁছে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। এছাড়া তিনি সম্প্রতি চীনা থেকে আসা দুটি কন্টেনার স্ক্যানারসহ মোট ৪টি কন্টেনার স্ক্যানার স্থাপনের স্থান চূড়ান্ত করেন। জানা গেছে, নতুন চারটি স্ক্যানার চট্টগ্রাম বন্দরের সিসিটি ২, ৪নং গেট, এনসিটি ২ এবং ৫নং গেট অথবা সিপিএআর গেটে বসানোর সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ১২টি গেটের মধ্যে ফিঙড কন্টেনার স্ক্যানার আছে পাঁচটি গেটে। বাকি ৭টি গেটে নেই স্ক্যানার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম বন্দরের জন্য ৪টিসহ মোট ৬টি স্ক্যানার মেশিন কেনার উদ্যোগ নেয়। সম্প্রতি প্রথম ধাপে চট্টগ্রাম বন্দরের জন্য দুটি স্ক্যানার এসেছে। বাকি ৪টি স্ক্যানার আসার পথে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে রেল বিটের নাট বল্টু খুলে নিয়েছে কারা
পরবর্তী নিবন্ধমাঝারি ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা