চার শিক্ষার্থীকে নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

নগরের কলসীদিঘীর পাড় বাদামতলা এলাকায় চার শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত সোমবার রাতে মারকাজুল হুফফাজ মাদ্রাসার আবাসিক ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে।

পুলিশ জানায়, মারকাজুল হুফফাজ মাদ্রাসাটি বাদামতল মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলায় বাসা ভাড়া নিয়ে পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক গত ২০ অক্টোবর রাত ১টায় ও ৩ নভেম্বর রাত ১১ টায় মাদ্রাসার চার শিক্ষার্থীকে দিয়ে হাতপা টিপানোর নাম করে যৌন নিপীড়ন করেন। এর মধ্যে ১২ বছর বয়সী এক শিক্ষার্থী বিষয়টি তার মাবাবাকে জানায়।

এরপর শিশুর পিতামাতা বিষয়টি মাদ্রাসার পরিচালককে জানান। পরে মাদ্রাসা পরিচালক জিজ্ঞাসা করলে ঘটনার কথা স্বীকার করেন ওমর ফারুক।

বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা জানান, আবাসিক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ ওঠে ওমর ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিশুর বাবার অভিযোগে মাদ্রাসা পরিচালক ওমর ফারুককে আটকে পুলিশে সোপর্দ করে। পরে মামলা হলে ওমর ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ মাদক কারবারি অ্যালেন শামীমের আস্তানায় অভিযান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্পনগরে কর্ণফুলী গ্যাস কোম্পানির দুই প্রকল্প উদ্বোধন