চার ব্যবসায়ীকে জরিমানা

পলিথিন সংরক্ষণসহ নানা অপরাধ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পলিথিন সংরক্ষণ, নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং ফুটপাত দখল করে ব্যবসা করায় চার ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, ১ ডিসেম্বর থেকে কর্ণফুলীসহ তিনটি বাজারকে পলিথিনমুক্ত বাজার ঘোষণা করা হয়েছে। অভিযানে কর্ণফুলী বাজারের একটি দোকানে পলিথিন পাওয়া গেছে। ওই দোকানদারের বিরুদ্ধে মামলা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিইসি মোড় এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে কাজী রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা করার দায়ে আরো দুই ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে’
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভা পরিদর্শনে পরিবেশের অতিরিক্ত সচিব