গতকাল দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবিটি। আর এ ছবির মধ্যদিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে এলেন চিত্রনায়িকা আঁচল। নায়িকার সর্বশেষ ছবি ২০১৮ সালে মুক্তি পায়। এরপর চার বছরের বিরতি। ছবিটির মাধ্যমে দীর্ঘ সময়ের বিরতি ভাঙলেন আঁচল। ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। এ নিয়ে প্রত্যাশা কেমন? আঁচল বলেন, আমার ছবি অনেকদিন পর মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। তাই আমার কাছে ভালো লাগাটাও অন্যরকম। ‘রাগী’ একটি পরিপূর্ণ বাণিজ্যিক সিনেমা। দর্শকদের ভালো লাগার সবকিছু্ই আছে এখানে।
আশা করছি সবার ভালো লাগবে। এখানে আঁচলের চরিত্রটি কেমন? নায়িকা বলেন, ছবিতে আমার বড়বোন মুনমুন আপু থাকেন ভীষণ রাগী স্বভাবের। তিনি মূলত ছবির খলনায়িকা। তিনি এত রাগী যে, সবকিছুই করতে পারেন। খুন-খারাবি তার নেশা। অপরদিকে আমি তারই ছোটবোন। তবে একেবারে তার বিপরীত। আমি খুব নরম প্রকৃতির। রাগ-ক্ষোভ, খুন কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড আমি একেবারেই পছন্দ করি না। বাকিটা দর্শক সিনেমা হলে গিয়েই দেখবেন। তবে এতটুকু বলতে পারি আমার ক্যারিয়ারের শুরুর দিকে দর্শক আমাকে যেসব ছবির মাধ্যমে গ্রহণ করেছেন, ছবিটিও তেমন ধাঁচের। আমিও নিজের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। এখন দর্শক হলে গিয়ে ছবিটি দেখলেই আমাদের সবার সার্থকতা। এদিকে আঁচল খুব শিগগিরই মালয়েশিয়ার একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। তার জন্য আগামী কিছুদিনের মধ্যেই দেশ ছাড়বেন তিনি।