এবারের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি মেহেদী হাসান মিরাজের জন্য যেন সৌভাগ্যের প্রসুতি হয়ে এসেছিল। অনেক কীর্তি গড়েছেন মিরাজ এই সিরিজে। গতকাল টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। তাও চার বছরেরও বেশি সময় পর। তাও আবার সেই চট্টগ্রামেই। যেখানে তিনি করেছিলেন প্রথম সেঞ্চুরিটি। মেহেদী হাসান মিরাজ বহুবার বলেছেন, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হওয়াই তার স্বপ্ন। এখনো হয়তো সেই উচ্চতায় পৌঁছাননি তিনি। তবে সঠিক পথেই যে হাঁটছেন তা চট্টগ্রাম টেস্টেই আরও একবার প্রমাণ করলেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আগেরদিন মিরাজ যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশ খুব বেশি ভাল অবস্থায় ছিলনা। শেষ বিকেলে ব্যাটিং ধসে যখন বড় লিডের স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। তখন শেষের দিকের ব্যাটারদের সঙ্গে জুটি গড়ে দলকে নিয়ে গেলেন ২১৭ রানের লিডে। ১৬২ বলে ১০৪ রানের এক ধৈর্য ও শৈল্পিক ইনিংস খেলেন মিরাজ। যার মধ্যে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। এটাই তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি এসেছিল ২০২১ সালের ৩ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামে। সেবার ১২০ রান করেছিলেন মিরাজ।
ব্যাটিং এর পাশাপাশি এবারের সিরিজে বল হাতেও দুর্দান্ত ছিলেন মিরাজ। নিয়েছেন ১৫টি উইকেট। সিলেট টেস্টে ১০ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেছিলেন তিনি। চট্টগ্রামে খেলতে নামেন ১৯৬৪ রান নিয়ে। আর সেই ম্যাচেই পৌঁছে যান ২০০০ রানে। চট্টগ্রামের উইকেটে দুর্দান্ত সেঞ্চুরি করে শুধু দলকে বড় লিড এনে দেননি মিরাজ, গড়েছেন এক ঐতিহাসিক ডাবল মাইলফলকও। টেস্টে ২০০ উইকেট ও ২০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার। এতদিন এই গৌরবময় রেকর্ডে বাংলাদেশের দ্রুততম ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার তাকেও ছাড়িয়ে গেছেন মিরাজ। মাত্র ৫৩ টেস্টেই ২০০ উইকেট এবং ২০০০ রানের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। যেখানে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট। বিশ্বের টেস্ট ইতিহাসে এ অর্জন রয়েছে মাত্র ২৬ জন ক্রিকেটারের। কিন্তু দ্রুততার বিচারে মিরাজ আছেন একেবারে ওপরের দিকেই। ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে তিনি চতুর্থ। এর চেয়েও কম টেস্টে ডাবল পূর্ণ করেছেন কেবল ইয়ান বোথাম । তিনি ৪২ টেস্টে এই মাইলফলক অতিক্রম করেন। ইমরান খান ও কপিল দেবের লেগেছিল ৫০ টেস্ট। রবিচন্দ্রন অশ্বিন ৫১ টেস্টে করেছিলেন এই মাইলফলক অতিক্রম।
২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠেই আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেণ মিরাজ। এবারের সেঞ্চুরি করলেন সাতে নেমে।
গত অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ খেলেও আউট হয়ে গিয়েছিলেন ৯৭ রানে। সেঞ্চুরি করে রেকর্ডের আরও একটি পাতায় নাম লেখা হয় তার। একই সিরিজে ম্যাচে ১০ উইকেট ও শতরান করা সপ্তম ক্রিকেটার তিনি। ইয়ান বোথাম এই কীর্তি গড়েছেন তিন দফায়। দুই দফায় ইমরান খান ও ওয়াসিম আকরাম। একবার করে গড়েছেন মিরাজ ছাড়া টনি গ্রেগ, স্যার রিচার্ড হ্যাডলি ও সাকিব আল হাসান।