চার প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

পরিবেশগত ছাড়পত্রে শর্তভঙ্গসহ ইটিপি অকার্যকর রেখে পরিবেশের ক্ষতিসাধণ করায় চট্টগ্রামের ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। গতকাল সোমবার আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন শুনানি শেষে পৃথক আদেশে এসব জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের অপরাধে কর্ণফুলী উপজেলার ন্যাশনাল সিমেন্ট লিমিটেডকে এক লাখ টাকা, ইটিপি অকার্যকর রাখায় হাটহাজারী উপজেলার এফএন্ডএফ ফেব্রিঙকে ২০ হাজার টাকা, পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের অপরাধে মীরসরাই উপজেলার বড়তাকিয়া ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা এবং ছাড়পত্র নবায়ন না থাকায় সীতাকুণ্ড উপজেলার হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন
পরবর্তী নিবন্ধপুঁথি গবেষক ইসহাক চৌধুরীর ইন্তেকাল