চার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা২০০৮ এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিদ্বেষী ধারা উপধারাসমুহ সংশোধনসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। শেষে ৪ দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী রহিম উল্লাহ, এসএম তারেক, প্রকৌশলী করিম উদ্দিন, প্রকৌশলী খোরশেদ আহমদ, প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, প্রকৌশলী জিয়া উদ্দিন, প্রকৌশলী মো. ইউনুছ, প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, প্রকৌশলী ফোরামের সভাপতি মো. রুহুল আমিন, প্রকৌশলী মো. ইসহাক, প্রকৌশলী জয়নাল আবেদীন, ডিপ্লোমা স্থপতি তাহমিনা ফেরদৌস প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবসময় দেশ ও জাতির স্বার্থে কাজ করে। তিনি অবিলম্বে সংগ্রাম পরিষদের ঘোষিত ৪ দফা বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজে মনোনিবেশ করার পরিবেশ সৃষ্টির আবেদন জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভা
পরবর্তী নিবন্ধইউপিএইচসিএসডিপি-২ এর প্রকল্প পরিচালকের মমতা পরিদর্শন