পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবিতে পরিষদের জেলা কমিটির উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন। জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী খোরশেদ আহমদ, প্রকৌশলী জামাল উদ্দিন, প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা, প্রকৌশলী মো. কাহীন চৌধুরী, প্রকৌশলী রফিকুর রহমান, প্রকৌশলী আবু জাফর, প্রকৌশলী মোহাম্মদ ইউছুপ, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রকৌশলী জয়দেব বৈদ্য, প্রকৌশলী সালমা খাতুন, প্রকৌশলী আবিদুর রহমান খান, মো. বেলাল উদ্দিন, কাম্বার হোসেন রকি প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে পরিষদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন অর্থ গণপূর্ত ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি ও নির্দেশনা মোতাবেক পেশাগত সমস্যাসমূহ এক দশকেও নিষ্পত্তি না করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় ও আন্তর্জাতিক মান মর্যাদা সুনাম কেড়ে নিতে এই কোর্সের মেয়াদ চার বছর হতে কমিয়ে তিন বছরের শর্ট কোর্স করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষুব্ধ প্র্রতিক্রিয়া ব্যক্ত করেন। বক্তারা সংগ্রাম পরিষদের ঘোষিত চার দফা দাবি আলাপ-আলোচনার ভিত্তিতে অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।