চার দফা দাবিতে রাউজানে শিক্ষকদের মানববন্ধন

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্ণ

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি ও মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সকালে রাউজান উপজেলা পরিষদের সামনে এসব দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা উত্তর শাখা সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন মাষ্টার, গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবীব উল্লাহ্‌, উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস দাশ গুপ্ত, কদলপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত মহাজন, ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের প্রধান শিক্ষক বিশু চৌধুরী, রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন, যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম রিজভী, পিন্টু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হায়দারী, দপ্তর সম্পাদক মো. হোসেন, আবু তৈয়ব মাষ্টার প্রমুখ। পরে ৪ দফা দাবি সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআকমল আলী রোডে ভাড়া বাসায় মিলল ১২ রামদা-হাঁশুয়া