চার খাদ্য প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশ, লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

নগরীর সদরঘাট, বায়েজিদ বোস্তামী ও পাহাড়তলী থানা এলাকায় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও চসিকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ও চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। চসিক ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, অভিযানে বিউটিফুল সুপার বেকারিকে ৫০ হাজার টাকা এবং তামান্না বেকারি ও দেশ ফুডকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) ফারহানা জাহান পারুল বলেন, লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রির দায়ে বায়েজিদ বোস্তামী এলাকার ফ্যাশন ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইর পরিদর্শক প্রকৌশলী মো. জিল্লুর রহমান। ফারহানা জাহান পারুল বলেন, বায়েজিদের ফ্যাশন ফুড ম্যানুফাকচারিং কোম্পানি অনেকগুলো বিস্কুট করলেও এরমধ্যে দুটিতে লাইসেন্স নেই। এছাড়া নেই মোড়কের নিবন্ধন। তাই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে মা-ছেলে খুনের মামলায় ফারুকের বিরুদ্ধে চার্জশিট
পরবর্তী নিবন্ধদানু ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা