নগরীর ষোলশহর রেললাইনস্থ সুবিধাবঞ্চিত ছিন্নমুল শিশুদের অবৈতনিক স্কুল চারুলতা বিদ্যাপীঠে গতকাল সোমবার শিশুদের বিশুদ্ধ ও সুপেয় পানি নিশ্চিতকরণে ১টি ওয়াটার পিউরিফায়ার উপহার দেয়া হয়। সেই সাথে ১৫০ এর ও অধিক শিশুর মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব চিটাগংয়ের সভাপতি রোটা. অধ্যাপক ডা. মো. আকবর হুছাইন ভুঁইয়া।
এতে আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি রোটা. অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুছ, সাবেক সভাপতি রোটা. অধ্যাপক ডা. মো. আব্দুল আলিম, সাবেক সভাপতি ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি রোটা. মুহাম্মদ মুসলিম, রোটারিয়ান পিপি মোহাম্মদ ইসমাইল, ক্লাবের এঙিকিউটিভ সেক্রেটারি শফিকুল ইসলাম রিফাত, সেক্রেটারি ইলেক্ট আশরাফুল হক আকিব, বিদ্যালয়ের সভাপতি ইসমাইল ও শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। উল্লেখ্য, ঐ বিদ্যালয়ে আগে বিশুদ্ধ পানির ফিল্টার, সিলিং ফ্যান প্রদান করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।