চারুকলাকে মূল ক্যাম্পাসে আনার দাবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৯:৩৪ পূর্বাহ্ণ

নগরীতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে গতকাল বুধবার দুপুর দুইটায় বুদ্ধিজীবী চত্বরে ‘চারুকলা ক্যাম্পাসে চাই’ ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি স্লোগান নিয়ে বুদ্ধিজীবী চত্বর থেকে পুরাতন কলাভবন, প্রক্টর অফিস, কলার ঝুপড়ি পর্যন্ত মিছিল করে। শিক্ষার্থীদের দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক। সানিয়া তুরফা নামে এক শিক্ষার্থী বলেন, চারুকলা ক্যাম্পাসে ফিরিয়ে আনা এখন সময়ের প্রয়োজন। জীর্ণ অবস্থায় চারুকলাকে রেখে আমরা ভালো নেই। তাই এই কাঠ ফাটা রোদে আমাদের আকুল আবেদন ফিরিয়ে আনা হোক চারুকলাকে।

নাট্যকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী বৃষ্টি দাশ বলেন, চারুকলা ক্যাম্পাসে নেই মানে ক্যাম্পাসে কোনো রঙ নেই, কোনো নান্দনিকতা নেই। রঙের তুলিতে ভরে উঠুক আমাদের ক্যাম্পাস। তাই এই মানববন্ধনে আমাদের সংহতি। এ ব্যাপারে প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ২২টা দাবির ১৬- ১৭টা এখনই মানা গেলে বাকিগুলোও হবে। আমাদের সময় দিতে হবে। এখন প্রকৌশল বিভাগের কাজ আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যাঘাত ঘটানো দুঃখজনক।

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধপিতার জানাজায় ছেলের মোবাইল চুরি