একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, মানবসেবার চেয়ে বড় কিছুই নেই। আপনারা স্ব স্ব অবস্থান থেকে সেবার হাতকে প্রসারিত করুন। সেবার মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই, সেবার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে চাই, সমৃদ্ধ করতে চাই। নিজকে প্রবীণ ভাবতে রাজী নন বলে উল্লেখ করে আজাদী সম্পাদক বলেন, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবো, চারপাশের মানুষকে সুখী করে সামনের দিকে পা বাড়ান।
তিনি গতরাতে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার প্রবীণ দিবস ও পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছিলেন। চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক দিলীপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজুল হক আনচারী, প্রফেসর ডা. মাহমুদুল হক, নজমুল হক চৌধুরী, অধ্যাপক এমডি এম কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, শাহজাহান, আবু জাফর, মো. নুরুল আলম, সাংবাদিক এম নাসিরুল হক, সিরাজুল করিম মানিক ও ডা. দুলাল দাশ।
অনুষ্ঠানে অসহায় এক ব্যক্তিকে একটি সেলাই মেশিন ও অপর ব্যক্তিকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।